নিজস্ব প্রতিবেদনঃ
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ০৬ই ফেব্রুয়ারী সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নূর নবী, সহ সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে শহর সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল,
সেক্রেটারি সাইদুল ইসলাম পাবেল, সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, জেলা শিবিরের সভাপতি মোঃ আব্দুর রহমান, সেক্রেটারি মোঃ আরমান হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভি জেলা প্রতিনিধি আব্বাস হোসেন, দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলাম স্বপন, মাজহারুল আনোয়ার টিপু সহ জেলা কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও শহর শাখার বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।