ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

 


হুসাইন মুহাম্মাদ রাসেল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ 

সারাদেশে হওয়া ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের অনতিবিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯মার্চ) দুপুরে সাধারণ জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের চক বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সেখানে তারা ৪টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-ধর্ষণকারীকে ২৪ ঘন্টার মধ্যে এরেস্ট করতে হবে, এরেস্টের ২৪ ঘন্টার মধ্যে ধর্ষনের দায়ে অভিযুক্ত বা গ্রেপ্তারকৃতের ডিএনএ টেস্ট করে আসামিকে সনাক্ত করতে হবে, ডিএনএ টেস্ট এবং সকল সাক্ষ্য প্রমান দ্রুত নিশ্চিত করে ৭ দিনের মধ্যে ধর্ষককে বা ধর্ষনকারীদের শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে, মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে প্রকাশ্যে দিবালোকে এবং মৃত্যু নিশ্চিতের পর ধর্ষকের লাশ শহরের মূল পয়েন্টে ২৪ ঘন্টার জন্য ঝুলিয়ে রাখতে হবে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, এড. নুর মোহাম্মদ, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, রেদওয়ান হোসেন রিমন, মুরাদ বিন হারুন, সিয়াম আহমেদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post