লক্ষ্মীপুরে দুস্থ মৎস্যজীবীদের কর্মসংস্থানে দুর্বল ও ছোট বাছুর বিতরণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি : দুস্থ মৎস্যজীবীদের কর্মসংস্থানে রোগা বাছুর বিতরণ! দুস্থ মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হয় বকনা বাছুর।

লক্ষ্মীপুরে দুস্থ মৎস্যজীবীদের কর্মসংস্থান সৃষ্টিতে দুর্বল ও ছোট আকারের বকনা বাছুর বিতরণের অভিযোগ উঠেছে মৎস্য বিভাগের বিরুদ্ধে। এতে ক্ষুদ্ধ জেলেদের প্রতিবাদে মুখে তাৎক্ষণিকভাবে তিনটি বাছুর ঠিকাদারকে ফেরত দেওয়া হয়। তবে ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বাছুরগুলো ফেরতের নির্দেশ দেন। তিনি ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সদর উপজেলা সভাপতি।

মৎস্য বিভাগ সূত্র জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সদর উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় ১৬ জন দুস্থ মৎস্যজীবীর মধ্যে বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেওয়া হয়। চট্টগ্রামের আবদুর রহিম এগ্রো অ্যান্ড ফিশারিজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাছুরগুলো ক্রয়ের দায়িত্ব পায়। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সামনে ইউএনও জামশেদ আলম রানা বাছুরগুলো বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।

মৎস্যজীবীরা জানান, ঠিকাদার দেখে শুনে রোগাক্রান্ত ও দুর্ব্য বাছুর কিনেছেন। ওজন এবং আকারে একটিও সরকার নির্ধারিত মানের নয়। এ নিয়ে তারা প্রতিবাদ জানান। একপর্যায়ে ইউএনও তিনটি বাছুর ফেরত দেন।


সারা দেশে সাংবাদকর্মী নিয়োগ দিচ্ছি আপনি চাইলে আমাদের ই-মেইলে আপনার সিভি জমা দিন। অথবা আপনার নিউজ পাঠিয়ে দেন। 

dailyajkerbangladesh24@gmail.com



Post a Comment

Previous Post Next Post