লক্ষ্মীপুরে সাংবাদিকতায় সম্মাননা পুরস্কার পেলেন দৈনিক আজকাল বাংলা পত্রিকার এস এম আওলাদ হোসেন

 


নিজস্ব প্রতিবেদনঃ
লক্ষ্মীপুরে সাংবাদিকতায় প্রান্তিক জনপদের সমস্যা ও সম্ভাবনা লাগবে অবদান রাখায় দৈনিক আজকাল বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার এস এম আওলাদ হোসেনকে পুরস্কৃত করা হয়েছে।

গতকাল শনিবার (২২ মার্চ ) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত গুণীজন সংবর্ধনা ও জুলাই আগস্টে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা।

এ সময় জাতীয়, স্থানীয় ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৪ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পাশাপাশি বেসরকারি শিক্ষাখাতে অবদান রাখায় ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, নির্যাতিত ও নিপীড়িত মানুষকে আইনি সহায়তা দেওয়ায় জজকোর্টের আইনজীবী মহসিন কবির মুরাদ, কৃষি ও মৎস্যখাতে অবদান রাখায় উদ্যোক্তা মোঃ ফারুকুর রহমানকে সহ বিভিন্ন খাতে অবদান রাখায় গুণীজনদের মাঝে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ মমিন এবং সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

পুলিশ সুপার মো. আকতার হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী, সাবেক আইনজীবী সমিতির সভাপতি হাফিজুর রহমান ও শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক উল্যাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন। পরে জুলাই-আগস্টে শহীদ পরিবার ও পত্রিকার হকারদের মাঝে ঈদ সামগ্রী এবং একটি সাইকেল বিতরণ করা হয়।




Post a Comment

Previous Post Next Post