তড়িঘড়ি করে বিকেএসপির পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে।
বিকেএসপিতে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের ৮ম রাউন্ডের খেলা, যেখানে মোহামেডানের মুখোমুখি হয়েছে শাইনপুকুর। মোহামেডান আগে বল করতে নেমে বেশ ভালোও করছে। তবে এরই মাঝে দলটির অধিনায়ক তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে হেলিকপ্টারে পাঠানো হয় তামিমকে হাসপাতালে নিয়ে যেতে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ঢাকা প্রিমিয়ার লিগের চলমান আসরে নেতৃত্ব দিচ্ছেন মোহামেডানকে। যথারীতি ২৪ মার্চের ম্যাচেও তিনিই ছিলেন অধিনায়ক। তবে শাইনপুকুরের ইনিংস চলাকালে তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অস্বস্তি অনুভব করলে তাকে তড়িঘড়ি করে সেবাশুশ্রূষা দিতে এগিয়ে আসে মেডিকেল টিম। বুকে ব্যথার কথা জানালে তৎক্ষণাৎ হেলিকপ্টার উড়িয়ে আনা হয় মাঠে।
তবে ঢাকার পরিবর্তে ঘটনার আকস্মিকতার কথা বিবেচনা করে বিকেএসপির পার্শ্ববর্তী একটি হাসপাতালে তামিমকে নেওয়া হয়েছে। জানা গেছে, হেলিকপ্টারে ওঠার মতো অবস্থাও ছিল না তামিমের।
এবারের ডিপিএলে তামিম আছেন দারুণ ফর্মে। বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পর ডিপিএলের দ্বিতীয় ম্যাচেই হাঁকান সেঞ্চুরি, পারটেক্সের বিপক্ষে। পরের ম্যাচে আবারো সেঞ্চুরি হাঁকান ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। দুবারই ছিলেন অপরাজিত।
তামিমের অসুস্থতা দলের জন্য তো বটেই, সমর্থকদের জন্যও দুশ্চিন্তার কারণ। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।